ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলে হতাশা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, জুন ২২, ২০২৫
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলে হতাশা

ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার বিষয়ে হতাশ হয়ে পড়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একের পর এক আঘাত হানার পর ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা জন্ম নিয়েছে।

তারা বর্তমানে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ওপর আর নির্ভর করতে পারছে না।

ইসরায়েল কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে। তারা 'বারাক' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করছে।

বিভিন্ন সূত্র বলছে, 'বারাক' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে আর ব্যবহার করেনি ইসরায়েল। ইরানের ড্রোন ঠেকানোর উদ্দেশে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে।

জেএইচ


 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।