ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৭

কারবালা: যুদ্ধবিধ্বস্ত ইরাকের মধ্যাঞ্চলীয় শহর কারবালায় মসজিদের কাছে একটি জনবহুল রাস্তায় গাড়িবোমা বিস্ফোরণে সোমবার কমপক্ষে ৭ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

খবর আইএএনএস’র।

তবে এর আগে পুলিশ জানিয়েছিল হামলায় ৪৫ জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, রাজধানী বাগদাদ থেকে ১১৮ কিলোমিটার দক্ষিণাঞ্চলে কারবালায় ইমাম আব্বাস মসজিদের কাছে বাব তউয়েরাজ রাস্তায় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

শিয়াদের এই পবিত্র শহরে বিস্ফোরণের পর সান্ধ্য আইন জারি করেছে পুলিশ। কারবালায় এ ধরনের হামলা ঠেকানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ