ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিচ্ছে না পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিচ্ছে না পাকিস্তান’

ইসলামাবাদ: সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তান ‘খুব কার্যকর কোনো ভূমিকা’ পালন করছে না বলে মন্তব্য করেছে আফগানিস্তান।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর সোমবার বলেন, ‘আফগান সরকারের সবসময় এই অবস্থান ছিলো যে, আফগানিস্তানে, এই পুরো অঞ্চলে ও পাকিস্তানের ভূখণ্ডেও শান্তি ফিরিয়ে আনতে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ পালন করতে পারে।



বার্তাসংস্থা নিউজ ইন্টারন্যাশনাল ওমরকে উদ্ধৃত করে জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে দেশটি কোনো কার্যকর ভূমিকার পালন করছে না। ’

ভারতে সফর করার সময় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তৎপরতা নিয়ে ওবামার মন্তব্যের প্রতিক্রিয়ায় ওমর এসব কথা বলেন। ভারতে যৌথ বৈঠকে ওবামা বলেন, ‘আমরা পাকিস্তানের নেতাদের এ নিয়ে চাপ দেব যে, তাদের ভূখণ্ডে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি গ্রহণযোগ্য নয়। ’ একইসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী তৎপরতায় ইসলামাদের তৎপরতা অত্যন্ত ধীরগতির।

ওমর বলেন, ‘নির্দিষ্ট কিছু চক্র রয়েছে দুর্ভাগ্যজনকভাবে তারা শান্তি ফিরিয়ে আনতে কোনো সহায়তা করছে তো না-ই, উপরন্তু অবৈধ সন্ত্রাসীদের সমর্থনও করছে। ’

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ