ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ওবামা॥ আলোচনায় বাণিজ্য ও গণতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
ইন্দোনেশিয়ায় ওবামা॥ আলোচনায় বাণিজ্য ও গণতন্ত্র

জাকার্তা: মার্কিন প্রেসিডেন্ট  বারাক ওবামা শৈশবের স্মৃতিজড়িত দেশ ইন্দোনেশিয়ায় মঙ্গলবার বিকালে পৌঁছেছেন। এই সংক্ষিপ্ত সফরে বাণিজ্য সহায়তা ও গণতান্ত্রিক উন্নয়ন নিয়েই আলোচনা হবে।

খবর বিবিসি ও এএফপির।

দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে মসজিদ ইসতিকলাল পরিদর্শনে তিনি যাবেন বলে আশা করা হচ্ছে।

১০ দিনের এশিয়া সফরে ভারত থেকে ওবামা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশটিতে পৌঁছলেন। তিনি অবশ্য পুনপরিদর্শন করছেন। কারণ এর আগে তিনি তার শৈশবের চার বছর এ দেশেই কাটিয়েছেন।

এরইমধ্যে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং-এর সঙ্গে জাকার্তার রাষ্ট্রীয় ভবনে সাাৎ করেছেন। এখানে ২৪ ঘণ্টা থাকবেন বলে আশা করা হচ্ছে।

মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় হোয়াইট থেকে জানানো হয়েছে, ওবামা সেখানে তার সফরের সময় কমিয়ে আনবেন। এই অগ্ন্যুৎপাাতের ঘটনায় বিমান চলাচলে সমস্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বিষয়েই মূলত আলোচনা হবে। দেশটির প্রশাসনকে ইসরামি জঙ্গি মোকাবিলায় তিনি জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

২০০২-এর অক্টোবরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ জঙ্গিদের বোমা হামলায় ২০২ জন লোক নিহত হয়।

বাংলাদেশ সময়:১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ