ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে মাসব্যাপী বন্যায় নিহত ১৮১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

ব্যাংকক: থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় গত এক মাসে ১৮১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।



থাইল্যান্ডের এই বন্যাকে ‘ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা । এই বন্যায় কমপক্ষে ৭৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন । বহু ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেছে। ফসলি জমির বিস্তর য়তি হয়েছে।

তবে আশার কথা হচ্ছে, থাইল্যান্ডে ৭৬টি প্রদেশের মধ্যে ৫১টি থেকেই বন্যার পানি নেমে যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্যা কবলতি মানুষকে সহায়তা দেওয়ার জন্য সরকার কয়েক হাজার সেনা মোতায়েন করেছে।

তবে রাজধানী ব্যাংককও স্থবির হয়ে পড়েছিলো, অবশ্য এখন শহরটির অবস্থা ভালোর দিকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ