ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আফগানিস্তানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট ছবি: সংগৃহীত

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, এর ফলে আফগানিস্তানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।

এর ফলে আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তারা কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তালেবান এখনও এর কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।

এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।