ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
জি-২০ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন ওবামা

সিউল: জি-২০ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। সম্মেলন বৃহস্পতিবার শুরু হচ্ছে।

মুদ্রা বিনিময় হার নিয়ে বিতর্ক, বিশ্ব বাণিজ্যের অসামঞ্জ্যস্য এসব বিষয় সম্মেলনে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাক এবং চীনের প্রেসিডেন্ট হু জিন তাওয়ের সঙ্গে সাক্ষাত করবেন।

এছাড়া দক্ষিণ কোরিয়ার মোতায়েন মার্কিন সেনাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন ওবামা।

দশ দিনের এশিয়া সফরে বেড়িয়েছেন ওবামা। বুধবার তিনি ইন্দোনেশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে তিনি চারদিন ভারত সফর করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ