ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০: সম্মেলনের শুরুতে ওবামা-হু জিনতাও বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
জি-২০: সম্মেলনের শুরুতে ওবামা-হু জিনতাও বৈঠক

সিউল: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার জানান, বেইজিংয়ের উন্মুক্ত অর্থনীতি মোকাবিলা ও মুদ্রাব্যবস্থা সংস্কারের ব্যাপারে কৌশলগত অর্থনৈতিক সংলাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ও চীন অগ্রসর হচ্ছে।

জি-২০ সম্মেলনের শুরুতে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।



দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হওয়া জি-২০ সম্মেলনে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিই আলোচনার মূল বিষয়।

তবে এখনো আশঙ্কা রয়েছে, এই সম্মেলনে নতুন করে চীন ও যুক্তরাষ্ট্র বিবাদে জড়িয়ে পড়বে। বিশেষ করে, মুদ্রাযুদ্ধ ও বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে।

বৈঠককে সামনে রেখে বারাক ওবামা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলন শুরুর আগে ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, দক্ষিণ কোরিয়ার লি মিয়ুং-বাকের সঙ্গে দ্বিপীয় আলোচনা বসেছেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ