ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন: বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
জি-২০ সম্মেলন: বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান

সিউল: বিশ্বের ২০টি উন্নত ও উন্নয়নশীল দেশের প্রভাবশালী নেতৃবৃন্দ এবং নেতৃস্থানীয় ১২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকতাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ বৈঠকে বৈশ্বিক অর্থনীতির ধস ঠেকাতে বিভিন্ন সরকার ও বেসরকারি বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

খবর ইয়োনহাপ, এএফপি, বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কর্পোরেট নির্বাহী ও প্রভাবশালী নেতৃবৃন্দের মধ্যকার এই অভূতপূর্ব বৈঠককে স্বাগত জানিয়েছেন।

তিনি ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা যা করি তা কোনো কাজেই আসবে না যদি না তা বাণিজ্যকে উৎসাহিত করে ও কর্মসৃষ্টি করে। আমরা বিশ্ব পরিসরে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখতে চাই। তবে আপনারাই এটা পারবেন। লক্ষ্যে পৌঁছাতে আমাদের সহায়তা করুন। ’

বৈশ্বিক অর্থব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিই জি-২০ সম্মেলনের মুল প্রতিপাদ্য বিষয়। ১১-১২ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের নীতির সমর্থনে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, ‘দূরদর্শী ও দৃঢ় পন্থায় আমরা নিশ্চিত করতে চাই যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে দেশের ভেতরে ও একইসঙ্গে দেশের বাইরেও। ’

দণি কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত করারও আহ্বান জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী সম্মেলনের শুরুতে বলেন, সিউলের জি-২০ সম্মেলনে বিশ্বনেতারা সফলভাবে বৈশ্বিক ভারসাম্যহীনতার প্রশ্ন চিহ্ণিত করতে পারবেন কি না তা তিনি নিশ্চিত নন।

সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন দারিদ্র ও অন্য বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে সহায়তা করার আহ্বান জানান।

আশঙ্কা রয়েছে, এই সম্মেলনে নতুন করে চীন ও যুক্তরাষ্ট্র বিবাদে জড়িয়ে পড়বে। বিশেষ করে, মুদ্রাযুদ্ধ ও বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে।

জি-২০ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে--যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রিটেন,  চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মেক্সিকো, সৌদি আরব, দণি আফ্রিকা, তুরস্ক, দণি কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ