ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি আলোচনা আবার শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আলোচনা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
শান্তি আলোচনা আবার শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আলোচনা ব্যর্থ

নিউইয়র্ক: মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবারও শুরু বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা ব্যর্থ হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দীর্ঘ ব্যর্থ আলোচান শেষে দেশে ফিরছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।



নিউইয়র্কে হিলারি এবং নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবার সাত ঘণ্টা আলোচনা হয়। আলোচনায় ইহুদি বসতি বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী সরাসরি শান্তি আলোচান এগিয়ে নেওয়া জরুরি বলে একমত হয়েছেন। তারা পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

নিউইয়র্কে হিলারি এবং নেতানিয়াহুর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে দুই নেতা দুই ঘন্টা মুখোমুখি কথা বলেন। এসময় নেতানিয়াহুকে আলাচনার পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন হিলারি। তিনি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নির্ধারনের আহবান জানান।

এসময় নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের সঙ্গে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি করা এখনও সম্ভব। আমরা আশা করি এ শান্তি অন্যান্য আরব রাষ্ট্রে ছড়িয়ে দিতে পারবো। আমরা শান্তির বিষয়ে আন্তরিক। আমরা শান্তির পক্ষে থাকতে চাই।

ইসরায়েলি নেতা বসতি স্থাপনের পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা প্রত্যাখান করেন।

এদিকে ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের সমাধিস্থলে দেওয়া ভাষণে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইসরায়েল বসতি স্থাপন বন্ধ না করলে ফিলিস্তিন আলোচনায় বসবে না।

গত সেপ্টেম্বরে পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপন স্থগিত রাখার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। এরই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ শান্তি আলোচনায় ফিরে আসতে অসম্মতি জানায়।

এদিকে পূর্ব জেরুজালেমে ইসরায়েল নতুন করে ১৩০০ বাড়ি নির্মানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটন। ওই শহরটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ।

বাংলাদেশ সময়: ১২১৫ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ