ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাণিজ্য বিরোধ মীমাংসাই জি-২০’র প্রধান লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
বাণিজ্য বিরোধ মীমাংসাই জি-২০’র প্রধান লক্ষ্য

সিউল: যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে মুদ্রাব্যবস্থা নিয়ে বিরোধ বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শুক্রবার জি-২০’র নেতাদের এ বিরোধ মিটিয়ে ফেলাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ।



তবে জি-২০ সম্মেলন শেষে বার্তাসংস্থা এপি থেকে প্রকাশিত সম্মেলনের এক যৌথ বিবৃতিতে এ বিরোধ মিটিয়ে ফেলার ক্ষেত্রে দেশ দুটি’র বড় ধরনের ভিন্নতার বিষয়গুলো তুলে ধরা হয়।

বাণিজ্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে চীন অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থাকে অবমূল্যায়ন করে আসছে বলে অভিযোগ করে দেশটি।       

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং আরও ১৮ নেতা রাতব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।

কিন্তু সিউলের সম্মেলন কেন্দ্রে সকাল পর্যন্ত চলা এ বৈঠক হতাশ করে নেতাদের। প্রবৃদ্ধির জন্য বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের মধ্যে সহযোগিতার কাঠামো তৈরির আলোচনা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান।

বৈঠকের বিষয়টি এখনও ঘোষিত না হওয়ায় তিনি নাম প্রকাশে রাজি হননি।  

এদিকে বাণিজ্যের ক্ষেত্রে সীমাবদ্ধতা বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে আবারও মন্দা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩০ সালে আমদানির উপর শুল্কের পরিমাণ বাড়িয়ে একটি আইন পাশ করে। বাণিজ্যকে সীমাবদ্ধ করার এ আইন মন্দার অন্যতম প্রধান কারণ বলে অনেকে ধারণা করে থাকেন।

তবে সম্পদশালী জার্মানি, যুক্তরাষ্ট্র এবং চীনের মত জি-২০’র সদস্য রাষ্ট্রগুলো দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধাদের একটি উপায় বের করবে বলেই আশা করা হচ্ছে।     

মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ধার করাসহ নিজেদের অর্থ বাইরের দেশে পাঠাতে পারেনা বলে ওবামা নেতাদের জানান। বরং অন্যান্য দেশগুলোর যুক্তরাষ্ট্রের পণ্য ক্রয় করা প্রয়োজন। কেননা এর ফলে দেশটি অন্যান্য দেশের পণ্য ক্রয় করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।  

সিউলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে। অব্যাহতভাবে আমরা বিশ্বের সবচেয়ে বড় বাজারে এবং অন্যান্য দেশের প্রবৃদ্ধির জন্য বড় চালিকা শক্তিতে পরিণত হচ্ছি। ’

তবে ধনী দেশগুলো ভোগের পরিমাণ কমিয়ে উন্নয়নের জন্য রপ্তানি পরিমাণ বাড়ালে বিশ্ব দেউলে হয়ে যাবে বলে সতর্ক করে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।    

সাংবাদিকদের তিনি বলেন, ‘তখন ক্রয়ের জন্য আর কেউ থাকবেনা। ’

এদিকে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামাকে মুদ্রাব্যবস্থার সংস্কারের আশ্বাস দেন বলে চীনের কূটনীতিকদের মুখপাত্র মা ঝাওঝো জানান।  

তবে জি-২০’র মত আন্তর্জাতিক ফোরামে চীন মুদ্রাব্যবস্থা সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনায় আগ্রহী নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বিভাগের মহাসচিব ইয়ু জিয়ানহো এ তথ্য জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ