ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন করে সম্পর্কে জড়ালেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
নতুন করে সম্পর্কে জড়ালেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

ইয়োকোহামা: ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিংগো অ্যাকুইনো (৫০) নিশ্চিত করেছেন তিনি নতুন করে সেলিব্রেটি লিজ উই’র (২৮) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেছেন। স্থানীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে।



লিজের সঙ্গে সময় কাটানো কথা স্বীকার করে অ্যাকুইনো প্যাসিফিক রিম সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রেসিডেন্ট তার সম্পর্কের বিষয়ে বলেন, এখানে অনেক বিষয় রয়েছে। তিনি বিয়ের বিষয়ে বলেন, দুই পক্ষ থেকে সময় মেলানো যাচ্ছে না বলে বিয়েটা করা যাচ্ছে না। এজন্য তার ব্যক্তিগত কিছু সময়ের প্রয়োজন বলেও জানান তিনি। আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অ্যাকুইনোর মুখপাত্র জনগণকে উদেশ্য করে বলেন, প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবনের প্রতি তারা যেন শ্রদ্ধাশীল হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ