ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৮০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
কম্বোডিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৮০

নমপেন: পানি উৎসবের সময় কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি সেতুর ওপর  হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩৮০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর মঙ্গলবার দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়ছে। কর্তৃপক্ষ একথা জানান।

সরকারি কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৪০ জন নারী।

কর্তৃপক্ষ জানায়, সোমবার ছিলো পানি উৎসবের শেষ দিন। সারা দেশ থেকে প্রায় ৫০ লাখ মানুষ উৎসবে যোগ দিতে নমপেনে আসেন।

প্রত্যক্ষর্দশীরা জানান, নমপেনের সঙ্গে একটি দ্বীপের ছোট একটি সংযোগ সেতুতে  কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর হুড়োহুড়ি শুরু হয়। পানি উৎসব উদযাপন ও কনর্সাট দেখতে সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন।

নিহতদের বেশির ভাগই সেতুর ওপর থেকে পালাতে পানিতে লাফিয়ে পড়ে। এতে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এছাড়া ভিড়ে শ্বাসরুদ্ধ হয়েও অনেকে মারাযান।  

হুয়ান খলা নামে ২২ বছর বয়সী এক তরুণ বার্তা সংস্থা রয়টার্সকে বলনে, "আমি ভিড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতো ভিড় যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। "

প্রধানমন্ত্রী হুন সনে এ র্দুঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
খেমাররুজ শাসনামলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলনে, "ওই শাসনামলের পর এটি গত ৩১ বছরের মধ্যে সবচেয়ে বড় র্দুঘটনা। " ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত পল পটের শাসনামলে প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষকে হত্যা করা হয়।

প্রধানমন্ত্রী দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসবাদীদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।


বাংলাদেশ সময়: ১১২০ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ