ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, জুন ৬, ২০১০

বাগুইয়ো: ফিলিপানের উত্তরাঞ্চলে বুধবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা এ কথা জানায়।



দমকল বাহিনীর স্থানীয় প্রধান সিনিয়র সুপারিনটেডেন্ট রিচার্ড ভিলানিউভা বার্তা সংস্থা এএফপিকে জানান, বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। ম্যানিলার ২০০ কিলোমিটার উত্তরে শহর বাগুই থেকে ছেড়ে আসার কিছু পড়েই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।  

জাতীয় পুলিশের মুখপাত্র সিনিয়র সুপারিনটেডেন্ট আগরিমেরো ক্রেজ সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ৩৫ জন যাত্রীর নিশ্চিত মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আহত অন্যদের উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১৮,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ