ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আল-কায়েদাকে কখনোই সম্পূর্ণ পরাজিত করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
আল-কায়েদাকে কখনোই সম্পূর্ণ পরাজিত করা যাবে না

লন্ডন: আল-কায়েদাকে কখনোই সম্পূর্ণভাবে পরাজিত করা যাবে না। তবে জঙ্গিদের দমনে সরকার পুরোপুরি সম্ভব বলে তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ জয় ‘অপ্রয়োজনীয়’।

ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ডেভিড রিচার্ড রোববার এ কথা বলেন।  

সানডে টেলিগ্রাফকে তিনি বলেন, ‘প্রথমেই আপনাকে এ প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে: পরিষ্কার জয়ের জন্য আমাদের কি মুসলিম জঙ্গিদের পরাজিত করা জরুরি? এ বিষয়ে ভিন্নমত জানিয়ে আমি বলবো এটা অপ্রয়োজনীয় এবং কখনোই তা পাওয়া সম্ভব না। ’

তিনি আরও বলেন, ‘তবে আমরা কি তাদের এমন একটা পর্যায় পর্যন্ত দমন করতে পারবো যেখানে আমাদের এবং আমাদের সন্তানদের জীবন নিরাপদ থাকবে? আমি মনে করি আমরা পারবো। ’

ওসাবা বিন লাদেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী দলের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অস্ত্র ‘শিা এবং গণতন্ত্র’ বলে উল্লেখ করেন রিচার্ডস।

দুটি বিশ্বযুদ্ধের স্মরণ দিবসে সানডে তার এ মন্তব্য প্রকাশ করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ