ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
ফ্রান্সের প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ

প্যারিস: ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোঁ ও তার মন্ত্রিসভার সব সদস্য শনিবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এতে সম্মতি জানিয়েছেন।

খবর এএফপি ও ফ্রান্সটোয়েন্টিফোর।

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সারকোজির মন্ত্রিসভার পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ রদবদল করা হচ্ছে।

আশা করা হচ্ছে, খুব দ্রুতই ফিলোঁ তার পদে পুনর্বহাল হবেন। এরপর তিনি মন্ত্রিসভার নতুন সব সদস্যের নাম ঘোষণা করবেন।

তবে সরকারি কর্মকর্তারা ও মতাসীন ইউএমপি দল জানায়, সারকোজি নতুন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার নাম রোববার ঘোষণা করবেন।

সরকারি একটি বিবৃতিতে জানানো হয়, সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফ্রাঁসোয়া তার পদত্যাগপত্র প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেছেন।

এ ধরনের পদত্যাগ একটি আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান তার মন্ত্রিদের বরখাস্ত না করে তার মন্ত্রিসভা পুনগর্ঠন করেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ