ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছাত্ররাজনীতি বৈধ করার আহ্বান মালয়েশিয়ার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
ছাত্ররাজনীতি বৈধ করার আহ্বান মালয়েশিয়ার মন্ত্রীর

কুয়ালালামপুর: রাজনীতিতে ছাত্রদের অংশগ্রহণের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আইনটি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার আইনমন্ত্রী নাজরি আবদুল আজিজ। রোববার তিনি এ আহ্বান জানান।



১৯৭১ সালের আইন অনুযায়ী মালয়েশিয়ার ছাত্রদের রাজনৈতিক দলে ও শ্রমিক সংগঠনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। সমালোচকরা এটাকে মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধক হিসেবে দেখে আসছেন।

আবদুল আজিজ বার্তাসংস্থা এএফপিকে বলেন, এটা সেকেলে আইন। ছাত্রদের মন ও চিন্তাপ্রক্রিয়া বিকাশের সুযোগ দেওয়া উচিৎ।

তিনি বলেন, ‘যদি তারা (ছাত্রদের) ভোটার হয়েই থাকে, কেন আমরা তাদের কাছে গিয়ে বলব না যে আপনার রাজনৈতিক দল কোনটি তা বেছে নিন? বর্তমান পরিস্থিতি অত্যন্ত হাস্যকর। ’

তিনি আরও বলেন, ‘আমি স্বীকার করছি শিাপ্রতিষ্ঠানে ছাত্রদের রাজনীতি করা উচিৎ নয়। এর মানে এই নয় যে, তারা ক্যাম্পাসের বাইরেও রাজনীতি করতে পারবে না। আসলেই এ আইনটি পরিবর্তন করা প্রয়োজন করা আমাদের। ’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক প্রশাসনের একজন স্পষ্টবাদী হিসেবে আবদুল আজিজের পরিচিতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ