ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বসতি স্থাপন ৯০ দিন স্থগিত রাখার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
ইসরায়েলের বসতি স্থাপন ৯০ দিন স্থগিত রাখার আহ্বান

তেল আবিব: ইসরায়েলের নতুন বসতি স্থাপনের কাজ ৯০ দিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সমর্থন ও উন্নত যুদ্ধ বিমান সরবরাহ করার প্রস্তাব দিয়েছে দেশটি।

রোববার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটনের সঙ্গে বৈঠকে ওই প্রস্তাবটি করা হয়। নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্রের নতুন ওই প্রস্তাব মন্ত্রি পরিষদে উত্থাপন করেছেন। রোববার পূর্ণ মন্ত্রী পরিষদের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা নতুন করে শুরু করাই এই প্রস্তাবের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইসরায়েলের যে কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র। এমনকি মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে ২০ টি যুদ্ধ জাহাজ তিনশ কোটি ডলারে দেওয়ার অনুমোদন দিতেও তার প্রশাসনকে অনুরোধ জানাতে পারেন।

ইসরায়েল চলতি সপ্তাহে পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একথা জানান।

উল্লেখ্য , এশিয়া সফররত মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেনস্বসতি স্থাপন মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য সহযোগিতা মূলক নয়।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ