ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন

রক্তিম দাশ, সিনিয়ির করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন

কলকাতা: অযোধ্যার জমি মামলার অন্যতম বাদী, ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সংগঠন জমিয়াত উলেমা-হিন্দ এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

আবেদনে বলা হয়েছে, ‘ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসাবে যা বলা হয়েছে তা সাক্ষ্যপ্রমাণ বা যুক্তিভিত্তিক নয়।

সমগ্র রায়টি দাঁড়িয়ে আছে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসের ওপর ভিত্তি করে। তাই এই রায়কে আইনী সিদ্ধান্ত বলা যায় না। ’

উলেমা-হিন্দের আইনজীবী আসিন সুরাবর্দী বলেন, এই মামলায় বিভিন্ন পক্ষের পেশ করা বক্তব্যের বাইরে গিয়ে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কোনো পক্ষই বিভাজনের কথা বলেনি। তাহলে হাইকোর্ট জমি ভাগভাগির প্রশ্ন কী করে আনলো? তাছাড়া হাইকোর্ট ভারতের প্রত্নত্ত্বিক জরিপ বিভাগের পেশ করা সাক্ষ্যপ্রমাণহীন রিপোর্টের ওপর নির্ভর করল কেন?

ভারতীয় সময়: ২০০১ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ