ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বাসে আগুন লেগে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
চীনে বাসে আগুন লেগে নিহত ২৪

বেইজিং: চীনের পূর্বাঞ্চলে জিয়াংসু প্রদেশের উক্সি শহরে বোরবার একটি স্টিল কোম্পানীর বাসে আগুন লেগে ২৪ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। সরকারি একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানান।



নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন,“দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে সরকারি নিরাপত্তা ব্যুরো ঘটনার তদন্ত করছে। ”
 
সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, বাসটির মালিক উক্সি জিওফেং স্টিল কোম্পানী। এদিকে বারবার যোগাযোগের চেষ্টা সত্বেও কোম্পানির পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই ভয়াবহ সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়:১০:০০, ০৫ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।