ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই কোরিয়ার মধ্যে গোলা বিনিময়, নিহত ২

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
দুই কোরিয়ার মধ্যে গোলা বিনিময়, নিহত ২

সিউল: দক্ষিণ কোরিয়ার দ্বীপ লক্ষ্য করে উত্তর কোরিয়া কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে দুইজন নিহত হয়েছে।

পরে দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলা নিক্ষেপ করে।   ১৯৫৩ সালের পর মঙ্গলবার দুই কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় গুলিবিনিময়ের ঘটনা ঘটলো।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, কোরীয় দ্বীপে ২শ` গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এ গোলা হামলার পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়া গুলি ছুড়েছে বলে জানয়িছে।

গোলাগুলিতে দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা নিহত ও ১৪ জন আহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি টেলিভিশনে দ্বীপে ধোয়া উড়তে দেখা গেছে।  

উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনার তথ্য প্রকাশ হওয়া নিয়ে উত্তজেনার মধ্যে দেশটি এ গোলা হামলা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফের মুখপাত্র কর্ণেল লি বুং উ বলেন, "মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৪ মিনিটে উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার ইয়োন হাপ দ্বীপে গোলা ছোড়ে। পরে দক্ষিণ কোরিয়ার সেনারা আত্মরক্ষার্থে ৮০ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। "

দুদেশের  সেনাদের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলি চলে।


বাংলাদেশ সময়: ১৭২৫ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ