ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

সানা: ইয়েমেনের উত্তরাঞ্চলের আল-জাওফ প্রদেশে বুধবার একটি ধর্মীয় শোভাযাত্রায় গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। একজন বিদ্রোহী মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।



বিদ্রোহী মুখপাত্র মোহাম্মাদ আবদুল সালাম বার্তা সংস্থা এএফপি’কে টেলিফোনে বলেন, জনগণ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ স্তম্ভ হযরত আলি(রা) এর সম্মানে আল-ঘাদির দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে হামলাটি আত্মঘাতী ছিল কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি সালাম।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ