ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের সংঘাতপূর্ণ প্রদেশে নির্বাচনের ফলাফল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
আফগানিস্তানের সংঘাতপূর্ণ প্রদেশে নির্বাচনের ফলাফল স্থগিত

কাবুল: আফগানিস্তানের সংঘাতপূর্ণ দক্ষিণ প্রদেশের নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। এলাকাটির সংখ্যাগরিষ্ঠ আদিবাসী সম্প্রদায় পরাজিত হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার দেশটির সরকার এ ঘোষণা দেন।



দীর্ঘদিন বিলম্বের পর গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি)।  

কিন্তু গজনী প্রদেশের আদিবাসী পশতুন দল নির্বাচনে হেরে যাওয়ায় সেখানকার ফলাফল স্থগিত করা হয়। পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হবে বলে আইইসি থেকে জানানো হয়।

উল্লেখ্য, পশতুনরা আফগানিস্তানের সবচেয়ে বড় আদিবাসী সম্প্রদায়।

এদিকে ‘জাতীয় একতা’র স্বার্থে গজনীর ফলাফল পুনগণনা করা হবে বলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানান।   প্রেসিডেন্ট স্বয়ং একজন পশতুন।

কাবুলের সাংবাদিকদের ফাজিল আহমেদ ম্যানায়ি বলেন, ‘আমরা ৩৪টি রাজ্যের ফলাফল ঘোষণা করেছি। শুধু গজনীর ফলাফল স্থগিত রাখা হয়েছে এবং কিছু কৌশলগত সমস্যার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’   

ওই ৩৪টি রাজ্যে পুনরায় ভোট গ্রহণ হবে না বলে জানাগেছে। তবে এটি গজনীর ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এ বিষয়টি পরিষ্কার করেননি ম্যানায়ি।    

গজনী প্রদেশে হাজারা সম্প্রদায় সংসদের ১১টি আসনের সবকটিতেই জয় পায় বলে নির্বাচনের প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে।

এদিকে তালেবান জঙ্গিদের হয়রানির ভয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকেন বলে পুশতুন নেতারা জানান।

গজনী তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।    

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৫ ঘন্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ