ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান ইসলামের প্রকৃত অনুসারি: পাক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
তালেবান ইসলামের প্রকৃত অনুসারি: পাক মন্ত্রী

ইসলামাবাদ: তালেবানই ইসলামের সত্যিকারের অনুসারী এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সন্ত্রসী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পর্যটন মন্ত্রী। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক জনসভায় পর্যটন মন্ত্রী মাওলানা আতাউর রহমান মঙ্গলবার ওই মন্তব্য করেন।

 

মন্ত্রী বলেন, ওলামা এবং তালেবান সত্যিকার অর্থেই ইসলামের অনুসারি এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। যারা তালেবানের ওপর আমাদের বিরক্তি বাড়াচ্ছে।

রেহমান বলেন, যতক্ষন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব মুসলিমদের সমান সম্মান ও অধিকার না দেবে ততক্ষন সন্ত্রাসবাদ শেষ হবে না।

এদিকে পাকিস্তানি সেনাবাহিনী সশস্ত্র তালেবানের বিরুদ্ধে পার্বত্য এলাকা ওয়াজিরিস্তানে অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করার জন্য তালেবানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ