ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্ত দ্বীপে সামরিক শক্তি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
সীমান্ত দ্বীপে সামরিক শক্তি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

সিউল: উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পাঁচটি দ্বীপে সামরিক শক্তি বাড়াতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর গোলা হামলার জবাবে দেশটি এ পদক্ষেপ নিতে যাচ্ছে।

প্রেসিডেন্টের বাসভবন থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

উচ্চ পদস্থ পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সচিব হং সাং-পিয়ো বলেন, ‘সরকার উল্লেখযোগ্যহারে  সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পীত সাগরের পাঁচটি দ্বীপকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং উত্তর কোরিয়ার হুমকির উপযুক্ত জবাব দিতে দেশটির বাজেটের বেশিরভাগই এখানে বিনিয়োগ করা হবে। ’   

একইসঙ্গে মঙ্গলবার উত্তর কোরিয়ার হামলার জবাবে দক্ষিণ কোরিয়ার দুর্বল ভূমিকার জন্য গণমাধ্যমের সমালোচনা সম্মুখীন হয় দেশটির সেনাবাহিনী। এক্ষেত্রে সেনাবাহিনী তাদের ভূমিকার পরিবর্তন করবে বলেও সাং-পিয়ো জানান।

এ ভূমিকা হবে ইতিবাচক এবং সংঘর্ষ বন্ধে অধিক মনোযোগী। সাং-পিয়োর বরাত দিয়ে ইয়োনহাপ বার্তাসংস্থা এ তথ্য জানান। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানি সাং-পিয়ো।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং-বাকের সভাপতিত্বে নিরাপত্তা ও অর্থমন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর কোরিয়ার গোলা নিক্ষেপে এ পর্যন্ত চারজন নিহত হন এবং ইয়োনপইয়ং দ্বীপের ব্যাপক ক্ষতি হয়। উভয় কোরিয়ার মধ্যে দ্বীপ নিয়ে বিরাজমান উত্তেজনার মধ্যে ইয়োনপইয়ং একটি এবং তা বিরোধপূর্ণ পীত সাগরের সীমান্ত এলাকায় অবস্থিত।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ