ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গোলা বিনিময়ের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রও দায়ী: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
গোলা বিনিময়ের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রও দায়ী: উত্তর কোরিয়া

সিউল: কোরীয় সীমান্তে গোলাগুলির ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিক দায়ী করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সেনা মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কাছে পাঠানো এক বার্তায় এ কথা জানায়।

সরকারি সংবাদ সংস্থা বৃহস্পতিবার এখবর প্রকাশ করেছে।

মঙ্গলবারের ওই গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে।

সেনা বার্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, পীত সাগর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র একতরফা উত্তরীয় সীমানা নির্ধারণ করেছে। যে কারণে সাম্প্রতিক গোলাগুলির দায়ভাব যুক্তরাষ্ট্র এড়াতে পারবে না।

বার্তায় উল্লেখ করা হয়, ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের পর সাগর সীমা নির্ধারনে যুক্তরাষ্ট্র ভুল ভূমিকা পালন করেছে।

বার্তা সংস্থা আরও জানায়, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্যানমুনজুম গ্রামের সেনা সদস্যরা যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের আচরনের বিরোধিতা করে আসছে। তারা যুক্তরাষ্ট্রের মদদে জাতিসংঘের আঁকা সীমান্ত রেখা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি দক্ষিণ কোরিয়াকে সীমান্ত রেখা আবার অঙ্কন করতে হবে।    

উত্তর কোরিয়া জানায় মঙ্গলবারের গোলা বিনিময়ের জন্য দক্ষিণ কোরিয়া দায়ী। কারণ তারা সমুদ্র সীমানায় হামলা করতে বাধ্য করেছে। তবে সিউল ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ