ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদদলিত হয়ে নিহতদের স্মরণে শোক পালন করছে কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
পদদলিত হয়ে নিহতদের স্মরণে শোক পালন করছে কম্বোডিয়া

নমপেন: কম্বোডিয়ার রাজধানী নমপেনে পানি উৎসবে পদদলিত হয়ে নিহতদের স্মরণে বৃহস্পতিবার শোক পালন করছে দেশটি। প্রধানমন্ত্রী হুন সেন নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে তাদের সঙ্গে দুর্ঘটনা স্থলের কাছে ধর্মীয় প্রার্থনায় যোগ দিয়েছেন।



এরআগে হুন সেন বলেন, ‘যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আমরা স্মরণ রাখবো’। তিনি বলেন, এটি জাতি এবং কম্বোডিয়ার মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।

সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সরকারি ভাবে বুধবার জানানো হয়েছে সোমবারের মর্মান্তিক ঘটনায় ৩৫০ জন নিহত হয়েছেন।

শোক পালন উপলক্ষে রাজধানীর সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয়েছে। বেশির ভাগ স্কুল বন্ধ রয়েছে। খুব ভোরে শিশুরা ফুল হাতে শোকসভা স্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে।    

নিহতদের সম্মান জানাতে দেশটিতে সেনা কুজকাওয়াজ হয়েছে। প্রধানমন্ত্রীর স্ত্রী ও অন্য মন্ত্রীরাও শ্রদ্ধা জানিয়েছে।

বুধবার প্রথম নিহতদের অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনার কয়েক দিন পার হলেও ঘটনা স্থলে পানির বোতল, কাপড়, পায়ের চিহ্ন রয়েছে। যেগুলো এখনো পদদলিতের সেই ক্ষত মনে করিয়ে দিচ্ছে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে সেতুর উপর আতঙ্ক ছড়িয়ে পরাকে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় একই সঙ্গে সরু সেতুটির উপর ৭ থেকে ৮ হাজার মানুষ ছিলেন।

এদিকে, নিহতদের স্বজনরা মর্মান্তিক ঘটনায় পুলিশকে দায়ী করে বলেছে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তবে এধরনের ঘটনা হতে পারে না।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ