ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খনি দুর্ঘটনার তদন্ত করবে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
খনি দুর্ঘটনার তদন্ত করবে নিউজিল্যান্ড

গ্রেমাউথ: নিউজিল্যান্ডে গ্রেমাউথের পাইক রিভার কয়লাখনিতে বিস্ফোরনের ঘটনার তদন্ত হবে বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জন কি। বৃহস্পতিবার গ্রেমাউথ পরিদর্শন করার সময় তিনি বলেন, ‘জাতির দুর্ঘটনার কারণ জানা প্রয়োজন’।



স্থানীয় গণমাধ্যমকে জন কি বলেন, ‘দুর্ঘটনা তদন্তে একটি স্বাধীন তদন্তদল গঠন করা হবে। তারা বিস্ফোরনের কারণ, শ্রমিকদের মৃত্যু এবং আটকে পড়ার বিষয়ে তদন্ত করবে।

বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরনের পর ২৯ শ্রমিকের মৃত্যু হয় বলে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে।

নিহতদের দেহ উদ্ধার করে তুলে আনতে একমাস সময় লেগে যাবে বলে সতর্ক করে দেন কি।

প্রধানমন্ত্রী উদ্ধার কর্মীদের প্রশংসা করেন। তবে নিহত শ্রমিকদের স্বজনরা উদ্ধারকারীদের ভূমিকার সমালোচনা করেছেন।

এদিকে বিশ্ব নেতৃবৃন্দ নিউজিল্যান্ডের খনি দুর্ঘটায় শোক জানিয়েছেন।

নিউজিল্যান্ড রাজ্যের প্রধান ব্রিটেনের রানি এলিজাবেথ বলেন, তিনি এই বিপর্যয়ে শোকাহত।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, তার দেশের মানুষের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। অস্ট্রেলিয়া থেকে পাইক রিভার খনিতে উদ্ধারের যন্ত্র ও বিশেষজ্ঞ পাঠিয়েছে।

১৯ নভেম্বর দেশটির গ্রেমাউথের কয়লা খনিতে বিস্ফোরণের পর থেকে ২৯ জন শ্রমিক নিখোঁজ হন। শ্রমিকদের ২৪ নিউজিল্যান্ডের নাগরিক। দুইজন ব্রিটেনের, অস্ট্রেলিয়ার দুইজন  ও দক্ষিণ আফ্রিকার একজন নাগরিকও ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ