ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাসাবের বেঁচে থাকার পক্ষে মত দিলেন এক নিহতের বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
কাসাবের বেঁচে থাকার পক্ষে মত দিলেন এক নিহতের বাবা

মুম্বাই: মুম্বাই হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কাসাবের বেঁচে থাকা প্রয়োজন বলে মত দিয়েছে হামলায় এক নিহতের বাবা।  

নিহতের বাবা সন্দিপ ইউনিকৃষান বলেন, ‘গত বছর আমি কাসাবের মৃত্যুর  পক্ষে বলেছিলাম।

এবছর আমি অনুভব করছি তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। কারণ এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের শক্তি বাড়াবে। ’

২৬/১১ নিহতদের স্মরণে আয়োজিত একটি সাইকেল র‌্যালীতে কে ইউনিকৃষান এসব কথা বলেন।

কাসাব যদি আবারও হামলার চেষ্টা করে জানতে চাইলে কে ইউনিকৃষান বলেন, এ ধরনের প্রশ্ন অবান্তর।

এদিকে এরই মধ্যে হাইকোর্টে থেকে বিচারে কাসাবকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ