ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরিকোস্টে কারফিউ প্রতিবাদকারীদের ওপর গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
আইভরিকোস্টে কারফিউ প্রতিবাদকারীদের ওপর গুলি, নিহত ৩

আবিদজান: আইভরিকোস্টে অনুষ্ঠেয় রোববারের রাষ্ট্রপতি নির্বাচনে সহিংসতার আশঙ্কায় জারি করা কারফিউয়ের প্রতিবাদ করলে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে।  

আগামী বুধবার পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা আসে।

দেশটির সেনাপ্রধান জেনারেল ফিলিপ মাংগউ জানান, সাধারণ মানুষের জীবন রায় এ পদেপ নেওয়া হয়েছে।

আবিদজানের পার্শ্ববর্তী আদোবোর মেয়রের মুখপাত্র ইভেস দউমবিয়া জানান, পুলিশ জনতা ওপর গুলি চালালে তিনজন লোক মারা যায়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে বলে তিনি জানান।

এর আগে আবিদজান ও এর আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হয় চারজন।

বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রপতিপ্রার্থী আলাসানে উয়াতারা জানান, বেআইনীভাবে কারফিউ জারি করা হয়েছে। এটা অসাংবিধানিক। নির্বাচনের পর সহিংসতা হলে কারফিউ জারি করা উচিৎ ছিলো।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ