ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাবাকে টপকে রাজা হওয়ার খায়েস নেই উইলিয়ামের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
বাবাকে টপকে রাজা হওয়ার খায়েস নেই উইলিয়ামের

লন্ডন: ব্রিটিশরা তাদের পরবর্তী রাজা এবং রাণী হিসেবে রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার বাগদত্তা কেট মিডলটনকে দেখতে চাইলেও প্রিন্স উইলিয়ামের সাফ কথা- বাবার আগে তার রাজা হওয়ার প্রশ্নই আসে না।

গত রোববার তিনটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ব্রিটেনের বেশির ভাগ মানুষই চায় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার পরিবর্তে উইলিয়াম এবং তার বাগদত্তাই হোক রাজা ও রাণী।



এসব জনমত জরিপের পরই সানডে টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রিন্স উইলিয়ামের বক্তব্য তুলে ধরা হয়।

ওই প্রতিবেদনে পত্রিকাটি একজন সিনিয়র রাজকীয় সহকারীর বরাত দিয়ে উল্লেখ করে, ‘২৮ বছর বয়সী উইলিয়ামের কোনো ইচ্ছাই নেই রাণী দ্বিতীয় এলিজাবেথের শাসনামলের পর বাবাকে টপকে ওয়েলসের রাজার আসনে বসার। ’

প্রিন্স উইলিয়াম মনে করে রাজপরিবারও তার এ অবস্থানের কথা ভালোই জানে।

প্রতিবেদনে ওই সহকারীর বরাত দিয়ে আরও বলা হয়, ‘সময়ের আগে রাজার আসনে অধিষ্ঠিত হওয়ার কোন ইচ্ছেই তার নেই। সে তার বাবার সঙ্গে খুবই ঘনিষ্ট এবং তাকে সব ধরনের কাজে সহযোগিতা করে থাকে। ’

চার্লস এবং এবং তার সাবেক প্রয়াত স্ত্রী প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম গত সপ্তাহে ঘোষণা দেন, তিনি এবং  কেট মিডলটন আগামী বছরে বিয়ে করতে যাচ্ছেন৷ তার পরপরই চালানো হয় জরিপ৷ তাতে দেখা গেছে, চার্লসের চেয়ে উইলিয়ামের প্রতিই জনসমর্থন অনেক বেশি৷

আইসিএম-এর ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে, ওয়ার্ল্ড নিউজপেপারে৷

তাতে দেখা গেছে, ২৮ বছর বয়স্ক উইলিয়ামের প্রতি ভোট পড়েছে শতকরা ৫৫ ভাগ৷ দেখা গেছে, রাণী দ্বিতীয় এলিজাবেথের পরে ব্রিটিশরা উইলিয়ামের বাবা ৬২ বছর বয়স্ক প্রিন্স চার্লসকে পাশ কাটিয়ে সরাসরি প্রিন্স উইলিয়ামকেই রাজা হিসেবে দেখতে চায়৷ জরিপে অংশ গ্রহণ করেছেন ২০১৫ জন ব্রিটিশ৷ তারা মনে করেন, তরুণ প্রিন্স উইলিয়াম এবং তার হবু স্ত্রীই দীর্ঘমেয়াদি রাজতন্ত্রের জন্য উপযুক্ত হবেন৷ ওই জরিপে চার্লস এবং ক্যামিলার পে ভোট পড়ে মাত্র ১৯ ভাগ৷

অন্যদিকে সানডে টাইমসের চালানো দ্বিতীয় জরিপে দেখা যায়, শতকরা ৪৪ ভাগ মনে করেন, চার্লসের উচিৎ উইলিয়ামকে রাজা হবার জন্যে পথ ছেড়ে দেওয়া। তবে শতকরা ৩৭ ভাগ মনে করেন তা উচিৎ নয়৷ ১,৯৬৭ জনের মধ্যে চালানো এই জরিপে শতকরা ৫৬ জন মনে করেন, উইলিয়াম ভালো রাজা হতে পারবেন।

এছাড়া পিপল নিউজপেপারের জন্যে ওয়ান পোল-এর চালানো, তৃতীয় জরিপটিতে দেখা গেছে, শতকরা ৪৯ ভাগ ব্রিটিশ উইলিয়াম এবং কেটকে রাজসিংহাসনে দেখতে চান৷ আর শতকরা ১৬ ভাগ ভোট পড়েছে চার্লস ও ক্যামিলার প৷ে এই জরিপটি চালানো হয় ২ হাজার ব্রিটিশের মধ্যে৷

এদিকে, রয়েল এয়ার ফোর্সের পাইলট হওয়ায় উইলিয়াম রাজপরিবারের নিয়মিত সদস্য নন। তিনি ওয়েলসের উত্তরাংশের অ্যাংলিসি দ্বীপে কর্মরত। ২০১৩ সাল পর্যন্ত তিনি ওই দ্বীপেই কর্মরত থাকবেন।

সংবিধান বিশেষজ্ঞ লর্ড এনটোনি লেস্টার বলেন, ‘সফলতা কখনই শুধু জনপ্রিয়তার উপর নির্ভর করে না। সুতরাং এই ধরনের ভোট পরবর্তী রাজা নির্বাচনের জন্য পুরোপুরিই অবান্তর। ”

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ