ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লা খনিতে চতুর্থ বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লা খনিতে চতুর্থ বিস্ফোরণ

গ্রেমাউথ: নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লা খনিতে রোববার ফের বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে খনিটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ নিয়ে চতুর্থবারের মতো একই খনিতে চার চারবার বিস্ফোরণের ঘটনা ঘটলো।

এই মাসের শুরুতে বিস্ফোরণে ২৯ শ্রমিক মারা যান।

সর্বশেষ এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভ কিফ বলেন, ‘এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের আগেই খনির প্রবেশ পথের কাছে যারা  কাজ করছিলেন তারা নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হন। ’

নিউজিল্যান্ডে ১১৪ বছরের ইতিহাসে খনিতে বিস্ফোরণে এ পর্যন্ত ২১০ জন মারা গেছেন। খনিতে বিস্ফোরণের সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ১৮৯৬ সালে, ওই বিস্ফোরণে ৬৫ শ্রমিক মারা যান।

নিকটবর্তী সময়ের মধ্যে ১৯৬৭ সালে পাইক রিভার খনির কাছেই আরেকটি খনি বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হন। ১৯১৪ সালে আরেক বিস্ফোরণে ৪৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।


বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ