ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই কোরিয়া বিষয়ে চীনের অবশ্যই নিরপেক্ষ থাকা উচিত: দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
দুই কোরিয়া বিষয়ে চীনের অবশ্যই নিরপেক্ষ থাকা উচিত: দক্ষিণ কোরিয়া

সিউল: উত্তর ও দক্ষিণ কোরিয়া বিষয়ে চীনের আরও নিরপেক্ষ ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করা উচিত। সফররত চীনের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং-বাক এ আহ্বান জানান।

প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য দায়ে বিঙ্গুর সঙ্গে বৈঠককালে লি চীনকে কোরীয় দ্বীপপুঞ্জে শান্তি প্রতিষ্ঠায় আরও নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন।

এ সফরে দায়ে চীনের নেতাদের বার্তা নিয়ে আসেন এবং বৈঠককালে দক্ষিণের প্রেসিডেন্ট লিও চীনের উদ্দেশ্যে তার বার্তা দেন বলে বিবৃতিতে বলা হয়।

লি বলেন, ‘কোরীয় যুদ্ধের পর থেকে সিউল উত্তরের অব্যাহত উসকানিমূলক আচরণ সহ্য করে আসছে। কিন্তু এবার উত্তরের আর কোনো পদেক্ষেপর কঠিন জবাব দেবে বিশ্ব। ’

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন গত সপ্তাহে দক্ষিণের দ্বীপে উত্তরের গোলা হামলার সমালোচনা করা থেকে বিরত থাকে।

১৯৫০-৫৩ পর্যন্ত সংঘটিত কোরীয় যুদ্ধের পর এটাই দক্ষিণের বেসামরিক এলাকায় উত্তরের হামলার কোনো ঘটনা। এ হামলায় দুই বেসামরিক নাগরিক ও দুই নৌসেনাসহ মোট চারজন নিহত হন ও বেশ কিছু বাড়িঘর পুড়ে যায়।

তবে হতাহতের ঘটনায় সমবেদনা ও গভীর দুঃখ প্রকাশ করে চীন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের অঙ্গীকারও করা হয়।

আকস্মিক এক সফরে শনিবার বেইজিং এর প্রধান পরমাণু বিষয়ক আলোচক উয়ে দাইয়ুর সঙ্গে সিউলে পৌঁছান দায়ে।

এখানে তিনি এরইমধ্যে পররাষ্ট্রমন্ত্রী কিম সাং-হোয়ানের সঙ্গে হামলা ও উত্তরের পরমাণু কর্মসূচী বন্ধে স্থগিত ছয় জাতি আলোচনা বিষয়ে বৈঠক করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ