ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে বোমা হামলা: মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১৩-এ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে বোমা হামলা: মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১৩-এ

খোস্ত: আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে দুটি আত্মঘাতী বোমা হামলায় রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ এ দাঁড়িয়েছে।

একই সঙ্গে পৃথক আরেক ঘটনায় প্রাদেশিক এক রাজনীতিবিদ, তার চালক ও দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি বলেন, দেশের পূর্বাংশের প্রদেশ পাকতিকায় বোমা হামলায় প্রাথমিকভাবে চার পুলিশ সদস্যের মৃত্যু নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে। একই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘কীভাবে হামলাকারীরা পুলিশের পোশাক পরে এ হামলা চালালো এবং সদরদপ্তরে প্রবেশ করেছে তা খতিয়ে দেখতে উপস্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ’

এদিকে, ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহকারী বাহিনী (আইএসএএফ) বলেছে, তারা এরই মধ্যে বৃহস্পতিবার খোস্ত প্রদেশে হামলার ঘটনায় হাক্কানি গ্রুপের এক জঙ্গিকে আটক করেছেন।

অন্যদিকে, রাজধানীর দক্ষিণে লোগার প্রদেশে প্রাদেশিক রাজনীতিবিদ আবদুল্লাহ আহমাদজাই এবং তার গাড়ির চালক ও দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

আহমাদজাই লোগার প্রাদেশিক পরিষদের সদস্য। পুলিশ সদরদপ্তর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে তার বাড়ি সের-ই-সেং এ ফেরার পথে তিনি আক্রমণের শিকার হন।

লোগার পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আবিদ বলেন, ‘আহমাদজাই, তার গাড়ির চালক ও দেহরক্ষী ওই আক্রমণে নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক চাচা। ’

গত বছরের নির্বাচনে আহমাদজাই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন।

গাড়িতে চালক হিসেবে যিনি ছিলেন তিনি আহমাদজাই এর সহোদর এবং দেহরক্ষী ছিলেন তার চাচাতো ভাই।

প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আহমাদুল্লাহ নাদিরি বলেন, ‘আহমাদজাইয়ের আহত চাচাকে চিকিৎসার জন্য কাবুলে স্থানান্তর করা হয়েছে। ’

অবশ্য এ হামলার দায়-দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। যদিও আফগান পুলিশ বলছে, ‘আফগানিস্তানের শত্রুরা’ এ হামলা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ