ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরিকোস্টে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
আইভরিকোস্টে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

আবিদজান: আইভরিকোস্টের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ রোববার অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে গত এক দশক ধরে চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতা অবসান এ নির্বাচনের মূল লক্ষ্য।



স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে এবং বিকেল ৫টা পর্যন্ত তা অনুষ্ঠিত হয়।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাগবো এবং সাবেক প্রধানমন্ত্রী গুইলাউমে সোরোর মধ্যে যে কোনো একজনকে নির্বাচিত করতে প্রায় ৫ লাখ ৭০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রথম দফা নির্বাচনে ৮০ শতাংশ ভোটার সুষ্ঠুভাবে তাদের ভোটাদিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ