ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিডলটনের পোশাকের মূল্য হতে পারে এক লাখ পাউন্ড!

সিজারাজ জাহান মিমি, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
মিডলটনের পোশাকের মূল্য হতে পারে এক লাখ পাউন্ড!

অচিরেই রাজপরিবারে যুক্ত হতে যাচ্ছেন কেট মিডলটন। আর সে সূত্রেই কেটের কদরটাও বাড়ছে শনৈ শনৈ।

রাজপরিবারে পা রাখতে না রাখতেই কেটের পরিধান করা পোশাকের দাম উঠল এক হাজার পাউন্ড। তবে এই দাম লাখে গিয়ে ঠেকতে পারে অনেকেই ধারণা করছেন।

উল্লেখ্য, ২০০২ সালে ‘এসটি অ্যান্ড্রুুজ’ ইউনিভার্সিটির এক ফ্যাশান শোতে কেট সিল্কের তৈরি পোশাকটি পরিধান করে ক্যাটওয়াক করেন। সে মুহূর্তেই উইলিয়ামের নজরে আসেন কেট মিডলটন। ভবিষ্যৎ রানীর ছবি ক্যামেরায় ধারণ করে রাখেন তিনি।

পোশাকটির ডিজাইনার ছিলেন ফ্যাশানের একজন ছাত্রীর, নাম শারলোট টড। ফ্যাশান শেষে পোশাকটি মিস টডকে ফিরিয়ে দেওয়া হলে তিনি তার মায়ের আলমারিতে তা তুলে রাখেন। স্নাতকের এই ছাত্রী কখনও তার নিজ প্রয়োজনে সেটি ব্যবহার করেননি। এ মুহূর্তে টড একটি অ্যাকুরিয়ামে কর্মরত আছেন।

শারলোট ইতোমধ্যে এক হাজার পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন এ পোশাকটি কখনও বিক্রি করবেন না। টড বলেন, এটি আমাদের ফ্যাশান ইতিহাসের অন্যতম পাঠ। আর  এজন্য আমি খুবই গর্বিত।

এছাড়াও তিনি বলেন এমন এক সময় আসবে যখন এ পোশাক প্রিন্সেস ডায়নার পোশাকের মতো জাদুঘরে স্থান পাবে। বিশেষজ্ঞদের মতে, কেটের পরিধান করা এই পোশাকটির মূল্য এক লাখ পাউন্ড গিয়েও ঠেকতে পারে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ