ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপাল নিয়েও মার্কিন নথি ফাঁস করেছে উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
নেপাল নিয়েও মার্কিন নথি ফাঁস করেছে উইকিলিকস

কাঠমাণ্ডু: হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস নেপাল নিয়েও দুই সহস্রাধিক গোপন নথি ফাঁস করেছে। দেশটির ১০ বছরের ধরে চলা মাওবাদী বিদ্রোহ, রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে উত্তরণ ইত্যাদির ইতিহাসে এসব নথি প্রভাব ফেলতে পারত।



হিমালয়ের এই জাতিটি মঙ্গলবার অত্যন্ত সতর্ক অবস্থায় ফাঁস হওয়া নথির পর্যবেণ করছিল। সন্ত্রাসবাদী, রাজনৈতিক ও কূটনৈতিক চুক্তির বিষয়ে উইকিলিকসের কাছে দুই হাজার দুইশ ৭৮টি নথি হস্তগত হয়। নথিগুলো ১৯৯৬ সাল থেকে চলতি বছরের ফেব্র“য়ারি পর্যন্ত কাঠমাণ্ডুর মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে পাঠানো হয়েছে।

প্রথমদিকে প্রকাশিত আড়াই লাখ গোপন মার্কিন নথির মধ্যে নেপালসংক্রান্ত এ নথিগুলো ছিল না। পরে এগুলো প্রকাশ করা হয়।

এদিকে, গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলা।

নথিগুলো মূলত মাওবাদী বিদ্রোহ, সামরিক অভুত্থানের মাধ্যমে রাজা জ্ঞানেন্দ্রর মতা কুক্ষীগত করে রাখার চেষ্টা ও দেশজুড়ে আন্দোলনের মুখে তার সরকারকে মতাচ্যুত করা সম্পর্কিত।

নেপালের তিব্বত ও ভুটানের উদ্বাস্তু ও প্রতিবেশী প্রভাবশালী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ইত্যাদিও স্থান পেয়েছে।

নেপালের রাজনীতিতে এখনো সংকট অব্যাহত রয়েছে। গত বেশ কয়েক মাস ধরে সরকার ছাড়াই চলছে দেশটি।

উইকিলিকসে ফাঁস হওয়ার ঘটনা নিয়ে নেপালের বেশিরভাগ গণমাধ্যম তাদের খবর ছেপেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ