ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের জোট সরকারের ১০০দিন: জনমত জরিপে ফলাফল ভালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
ব্রিটেনের জোট সরকারের ১০০দিন: জনমত জরিপে ফলাফল ভালো

লন্ডন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রথম জোট সরকার বুধবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ করলো। গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত একটি জরিপে বলা হয়েছে জোট সরকার এখনও রাজনৈতিক মধুচন্দ্রিমা পার করছে।



পত্রিকাটিতে প্রকাশিত জরিপে বলা হয়েছে ৪৬ ভাগ ভোটার মনে করে কনজারভেটিভ-লিবারেল ডেমোক্রেটিক জোট সরকার সঠিকভাবেই রাষ্ট্র পরিচালনা করছে। তবে ৩৬ ভাগ মনে করেন জোট সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না।

জরিপে আরও বলা হয়েছে ৪৪ ভাগ ভোটার মনে করেন, প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন অর্থনৈতিক অগ্রগতিতে সঠিক পদক্ষেপ নিয়েছেন। তবে ৩৭ ভাগ ভোটার এর বিরোধিতা করেছে।

বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, আগস্ট ১৮,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।