ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

ওয়াশিংটন: দক্ষিণ কোরিয়ার ও জাপানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। উত্তর কোরিয়া বিষয়ে আলোচনা করতে সোমবার তিনি তাদের সঙ্গে বৈঠক করবেন।



তবে উত্তর কোরিয়া বিষয়ক ছয় জাতি আলোচনায় চীন ও রাশিয়া সদস্য হওয়া সত্ত্বেও দেশ দুটির কর্মকর্তাদের এ আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।

এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এ তিনটি দেশ ওই এলাকার নিরাপত্তার মূল ভিত্তি এবং এক্ষেত্রে চীন বরাবরই নিরাসক্ত।

উত্তর কোরিয়াকে চাপ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে অনুরোধ করাসহ পিয়ংইয়ংকে এর আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানায়। কিন্তু কোনো পক্ষই এ আবেদনে সাড়া দেয়নি।

গত সপ্তাহে দক্ষিণের দ্বীপে ভয়াবহ গোলা হামলা চালায় উত্তর কোরিয়া। এর জবাবে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পীত সাগরে চারদিনের যৌথ নৌ মহড়া করে মার্কিন যুক্তরাষ্ট্র- দক্ষিণ কোরিয়া।     

এদিকে সোমবার প্রথমে দক্ষিণ কোরিয়ার পরারষ্ট্রমন্ত্রী কিম সাঙ্গ-হোয়ানের সঙ্গে এবং পরবর্তীতে জাপানের পরারষ্ট্র মন্ত্রী সেইজি মায়েহারার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন হিলারি। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তারা।

সম্প্রতি আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সির প্রতিবেদেনের প্রতিক্রিয়ায় কিনটন বলেন, উত্তর কোরিয়ায় একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থাকাটাও অসম্ভব নয়। একইসঙ্গে তিনি তখন ইরানের পরমাণু কর্মসূচির উদাহরণ টানেন।

তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি ব্যবহারের বিপক্ষে নই, যেকোনো দেশই স্বাধীনভাবে এ কাজটি করতে পারে। কিন্তু আমরা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার বিপক্ষে। কেননা এসব অস্ত্র দেশগুলোর প্রতিবেশী দেশের জন্য হুমকির পরিবেশ তৈরি করে। ’

‘এটা অপ্রত্যাশিত এবং এটা উভয় দেশকে অস্থিতিশীল করাসহ দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা তৈরি করে এবং তা উভয় দেশকেই আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়। আর এ কারণেই যেকোনো মূল্যে আমাদের তা বন্ধ করা উচিত। ’

কিন্তু এদিকে একইসময়ে ১০ ডিসেম্বর পর্যন্ত জাপানের মূল ভূখন্ডসহ ওকিনাওয়া এবং জাপানকে পরিবেষ্টিত করে রাখা জলসীমায় যৌথ সেনা মহড়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান।           

‘ধারালো তলোয়ার’ নামের এ মহড়া এ পর্যন্ত সংঘটিত যুক্তরাষ্ট্র-জাপানের সবচেয়ে বড় মহড়া বলে জানান মার্কিন অভিযান পরিকল্পনা, প্রশিক্ষণ ও মহড়ার প্রধান মেজর উইলিয়াম ভাউসে। তিনি বলেন, ‘বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে আমাদের দেশগুলোর প্রস্ততি বাড়ানো প্রয়োজন। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।