ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অনলাইনে থাকার লড়াই উইকিলিকসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
অনলাইনে থাকার লড়াই উইকিলিকসের

লন্ডন: অনলাইনে থাকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উইকিলিকস। ওয়েবসাইটটির প্রধানের বিরুদ্ধে সুইডেনের নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ও বিভিন্ন দেশের সরকারের ওয়েবসাইট বন্ধের বিরুদ্ধে শনিবার লড়াইয়ে নামে প্রতিষ্ঠানটি।



তবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নাকচ করে দেন তার আইনজীবী মার্ক স্টেফেনস।

এদিকে ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জে মৃত্যুর হুমকির পর নিরাপত্তা জোরদার করেছেন বলে জানান। উল্লেখ্য, উইকিলিকস ওয়েবসাইটটি মার্কিন দুই লাখ ৫০ হাজার গোপন নথি ফাঁস করে দিয়েছে।

অনলাইনে গার্ডিয়ান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণ প্রতিহত করার অঙ্গীকার করেন অ্যাসাঞ্জে।

অস্ট্রেলিয়ার এ লেখক বলেন, ‘আমাদের জীবনের বিরুদ্ধে হুমকি একটি পাবলিক রেকর্ড। কিন্তু তা সামলানোর সামর্থ আমাদের আছে। ’

তবে আগামী দশ দিনের মধ্যে আসাঞ্জেকে গ্রেপ্তার করা হবে বলে ব্রিটেনের সাংবাদিকরা জানান। অ্যাসাঞ্জে বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে উইকিলিকসের ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়ার পর নতুন ডোমেইন নামে তা সুইজারল্যান্ডে চালু করার চেষ্টা করছে সংস্থাটি। এছাড়া প্যারিসেও ওয়েবসাইটিকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এর ডোমেইন নাম বন্ধ করে দেওয়ায় শুক্রবার দিন শেষে সুইস ঠিকানাটিও বন্ধ হয়ে যায়। কিন্তু এর পর পরই ২০টিরও বেশি বিকল্প ওয়েবসাইটে ভেসে উঠে উইকিলিকস।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।