ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিবিআইয়ের ওয়েবসাইট হ্যাক করেছে ‘পাক সাইবার আর্মি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
সিবিআইয়ের ওয়েবসাইট হ্যাক করেছে ‘পাক সাইবার আর্মি’

নয়াদিল্লি: সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) ওয়েবসাইট শুক্রবার রাতে হ্যাক করা হয়েছে। ‘পাকিস্তানি সাইবার আর্মি’ এর সঙ্গে যুক্ত ছিলো বলে তাদের বার্তায় জানাগেছে।



সিবিআই’র ওয়েবসাইটে এসময় পাকিস্তানের সাইবার সেনাদের একটি সতর্কবার্তা ভেসে উঠে। এতে বলা হয় যে ভারতের সাইবার সেনারা তাদের ওয়েবসাইটে হামলা করতে পারবেনা।

এ ওয়েবসাইটটিকে অন্যতম প্রধান নিরাপদ ওয়েবসাইট হিসেবে বিবেচনা করা হয়। এটি ওয়ার্ল্ড পুলিশ অরগাইজেশনের (ইন্টারপোল) নির্দেশনা কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত থাকে।

একইসঙ্গে ওই বার্তায় আরও ২৭০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করা হয়। এছাড়া এতে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারের (এনআইসি) নামও উল্লেখ করা হয়। সারা দেশ জুড়ে এর সার্ভার আছে।

এদিকে হ্যাক হওয়া ওয়েবসাইটটি এখনও চালু করা সম্ভব হয়নি। মাঝ রাতে প্রকাশিত এ বিবৃতিতে গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়, ‘সিবিআই’র ওয়েবসাইট হ্যাক ও ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে অবগত। এ বিষয়ে তদন্ত কাজ শুরু হয়েছে এবং ওয়েবসাইটটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

একে সাইবার অপরাধ হিসেবে উল্লেখ করেছেন সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও সাইবার আইন বিশেষজ্ঞ পবন দুগাল। তিনি বলেন, ‘এটা শুধুমাত্র একটি সাধারণত হ্যাকের ঘটনা নয়। বরং এটা সাইবার অপরাধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। ’  

দেশটির সরকারি কার্যালয়ে পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও এর পরীক্ষা-নিরীক্ষার সঠিক ব্যবস্থা নেই বলে প্রায়ই গোয়েন্দা সংস্থা থেকে সরকারকে সতর্ক করা হয়ে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।