ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক উন্নতিতে সাহায্য করেছে উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক উন্নতিতে সাহায্য করেছে উইকিলিকস

কাবুল: আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশিত মার্কিন গোপন নথির বিষয়গুলো নাকচ করে দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন ওই দলিল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।



ফাঁসকৃত এসব গোপন দলিলে আফগান প্রেসিডেন্টকে দুনীর্তিবাজ ও দুর্বলচিত্তের বলে উল্লেখ করা হয়েছে।

সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে কারজাই বলেন, ওয়েবসাইটে প্রকাশিত দলিলে যেভাবে বর্ণনা করা হয়েছে একটি ঘটনাও সেভাবে সংঘটিত হয়নি। একইসঙ্গে ফাঁস হয়ে যাওয়া তথ্যগুলোকে গুরুত্বে সঙ্গে নেওয়া অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন গিলানি।

ওয়েবসাইটটিতে প্রকাশিত এসব দলিলের একটি বলা হয় ২০০৯ সালের ১৯ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য দিয়ে কাবুল থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাচার হয়। তবে এর সঠিক পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলেও এতে জানানো হয়।

এর আগে ২০০৯ সালের প্রথমদিকে আফগান ভাইস প্রেসিডেন্ট আহমেদ জিয়া মাসুদকে ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেশটি এ তথ্য আবিষ্কার করে।

একইসঙ্গে এসব অর্থের মূল উৎসের তথ্য প্রকাশ না করেই অধিকাংশ অর্থই তার কাছে রাখার অনুমতি দেওয়া হয়।

কিন্তু ওয়েবসাইটের এ দাবি নাকচ করে দেন কারজাই। তিনি বলেন, ‘আপনি যদি ৫ কোটি ২০ লাখ ডলার নিজের সঙ্গে বহন করতে চান তাহলে এর জন্য অন্তত ৩০টি বড় স্যুটকেসের প্রয়োজন। কারও পক্ষে কি একসঙ্গে ৩০টি স্যুটকেস বহন করা সম্ভব?’

পরবর্তীতে কারজাই বলেন যে আদতে উইকিলিকস আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নেই সাহায্য করেছে।

তিনি বলেন, ‘উইকলিকসের উদ্দেশ্য যাই থাক না কেন, তারা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নেই সাহায্য করেছে। তাই এক্ষেত্রে উইকিলিকস আমাদের জন্য ভাল। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।