ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেনা তত্ত্বাবধানে কাজে ফিরেছেন স্পেনের বিমান চলাচল নিয়ন্ত্রকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
সেনা তত্ত্বাবধানে কাজে ফিরেছেন স্পেনের বিমান চলাচল নিয়ন্ত্রকরা

মাদ্রিদ: সেনাবাহিনীর তত্ত্বাবধানে ধর্মঘটরত স্পেনের বেসরকারি বিমান চলাচল নিয়ন্ত্রকরা কাজে ফিরেছেন। শনিবার  দেশজুরে সতর্কাবস্থা জারি ও ধর্মঘটরতদের কারাগারে নেওয়ার সরকারি হুমকির পর ধর্মঘট ভেঙ্গে তারা কাজে ফিরেন।

 

ধর্মঘটের কারণে প্রায় তিন লাখ যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রী আলফ্রেডো পেরিজ রুবালকাবা মন্ত্রীসভার জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান, বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, বিমান বন্দর নিয়ন্ত্রক এইএনএ আশা করছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিমান চলাচলের সিডিউল স্বাভাবিক হয়ে আসবে।   আগামী ১৫ দিন রাষ্ট্রীয় সতর্কাবস্থা বলবত থাকবে। সরকার চাইলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।


তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাষ্ট্রীয় সতর্কাবস্থায় নিয়ন্ত্রকরা সেনা অধীনে কাজ করবে। তারা সেনাদের নির্দেশ না মানলে সেনা আইনে নিয়ন্ত্রকদের বিচার হবে। এমনকি তাদের কারাভোগও করতে হবে।

মন্ত্রী জানান, সরকার আশা করছে এধরণের কোনো ঘটনা আর ঘটবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন সরকারের যেকোনো বিশৃঙ্খলা দূরকরার ক্ষমতা রাখে।

তিনি জানান, বিনা অজুহাতে কর্মচারিরা কাজে যোগ না দেওয়ার বিষয়ে এইএনএ তদন্ত করবে।

১৯৭৫ সালের এর এ প্রথম স্পেনে সতর্কাবস্থা জারি করা হলো।


যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্রে জানাগেছে, স্পেনে দুই হাজার ৩০০ বিমান চলাচল নিয়ন্ত্রক রয়েছে। এর মধ্যে ১৩৫জন বছরে ৬ লাখ ইউরো এবং ৭১৩ জন ৩ লাখ ৬০ হাজার থেকে ৫ লাখ ৪০ হাজার ইউরো আয় করে।

গত ফেব্রুয়ারিতে সরকার বছরে ৮০ ঘণ্টা অতিরিক্ত সময় কাজ করা কেটে নেয় সরকার। এছাড়া নতুন বেতন কাঠামো তৈরি করে। এরই প্রতিবাদে আকস্মিক ধর্মঘটে নামে বিমান চলাচল নিয়ন্ত্রকরা।

বাংলাদেশ সময় : ১২৩৫ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।