ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে নৌ দুর্ঘটনায় নিহত ২, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
হংকংয়ে নৌ দুর্ঘটনায় নিহত ২, নিখোঁজ ৭

হংকং: হংকংয়ের পূর্ব উপকূলে দুটি বাণিজ্যিক নৌযানের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ভোরে ২ জন নিহত ও ৭ জন নিখোঁজ হয়েছেন। নৌবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।



মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক ভোর ৩টা ১৫ মিনিটে ১৪ জন ক্রুসহ বালুভর্তি একটি নৌযান কন্টেইনার বোঝাই আরেকটির সঙ্গে ধাক্কা লাগে।

নৌবিভাগের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, কন্টেইনার বোঝাই নৌযানটি বন্দরে ফেরত গেছে। এ নৌযানের সব ক্রু নিরাপদ রয়েছে বলেও তিনি জানান।  

বালিভর্তি নৌযানটি উল্টে গিয়ে ডুবে যায় এবং দুইজন নিহত ও ৭ নিখোঁজ হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।