ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলির কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
চিলির কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৮১

সান্তিয়াগো: চিলির স্যান মিগুয়েল কারাগারে আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে ৮১ জন নিহত হয়েছেন। বুধবার সকালে দেশটির রাজধানীর কারাগারে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।



প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৮১ বলে পুলিশ কর্ণেল জেইমে কোঞ্চা জানান। তবে উদ্ধারকর্মীরা এখনও দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান তিনি।

কারাগারের একটি অংশে বুধবার সকালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। এখানে ২ হাজার ৯০০ কয়েদি বসবাস করতেন।

অসংখ্য পুলিশ সান্তিয়াগোর দক্ষিণের কেন্দ্রীয় শাখায় অবস্থিত এ এলাকা ঘিরে রাখে বলে টেলিভিশনের ইমেজে দেখা যায়। একইসঙ্গে দুর্ঘটনার আক্রান্তদের সংবাদের জন্য ঘটনাস্থলের বাইরে পরিবারের সদস্যদের অপেক্ষা করতে দেখা  গেছে।

মূলত অগ্নিকাণ্ডের কারণে দমবন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়ে থাকতে পারে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।