ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব আগের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে: টিআই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
বিশ্ব আগের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে: টিআই

লন্ডন: তিন বছর আগের চেয়ে বর্তমান বিশ্ব আরও বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলের (টিআই) সাম্প্রতিক একটি জরিপে এ তথ্য জানা গেছে।

খবর বিবিসির।

টিআইয়ের সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিদের ৫৬ শতাংশ লোক মনে তাদের দেশ আগের চেয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

সংগঠনটির জরিপে আফগানিস্তান, নাইজেরিয়া, ইরাক ও ভারত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। এরপর চীন, রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এ তালিকায় রয়েছে।

এরমধ্যে বিবিসির একটি জরিপে দেখা গেছে, দুর্নীতিই পৃথিবীর সবচেয়ে আলোচিত সমস্যা। এ নিয়েই মানুষ সবচেয়ে বেশি কথা বলে।

এই জরিপ অনুযায়ী, প্রতি পাঁচজনে একজন লোক জানায়, গত মাসে তারা অন্যের সঙ্গে দুর্নীতি নিয়ে আলোচনা করেছে। জলবাযু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব ও খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও লোকজনের আলোচনায় দুর্নীতি।

টিআই-এর জরিপ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। ৫০ শতাংশ মানুষই বিশ্বাস তাদের সরকার এ সমস্যা মোকাবিলায় অকার্যকর।

এ জরিপ অনুযায়ী, প্রতি চারজনে একজন লোক জানায়, তারা গত বছর ঘুষ দিয়েছে। এরমধ্যে পুলিশই সবচেয়ে বেশি ঘুষ নিয়েছে।

টিআই-এর জরিপ অনুযায়ী ২৯ শতাংশ লোক ঘুষ দেয় পুলিশকে, ২০ শতাংশ নিবন্ধন ও কর্মকর্তাদের অনুমতির জন্য ও ১৪ শতাংশ ঘুষ দিতে হয় বিচার বিভাগের সদস্যদের।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।