ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাদার তেরেসার স্মরণে ৫ রুপির মুদ্রা বাজারে ছাড়ছে ভারত

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
মাদার তেরেসার স্মরণে ৫ রুপির মুদ্রা বাজারে ছাড়ছে ভারত

কলকাতা: মাদার তেরেসার জন্মশতবর্ষ উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫ রুপির মুদ্রা বাজারে আনছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রির্জাভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

রির্জাভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘গোলাকৃতির ৫ রুপি মানের ওই ধাতব মুদ্রটির আর কিছুদিনের মধ্যে বাজারে আসবে।

মুদ্রাটিতে মাদরের প্রতিকৃতি খোদিত আছে। ’

রির্জাভ ব্যাংক আরও জানিয়েছে, একটি নির্র্দিষ্ট দিনে মুদ্রাটি অনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে বাজারে চালু করা হবে। এই মুদ্রাটি বাজারের চালু হলেও অন্যান্য ৫ রুপির ধাতব মুদ্রা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে না।

উল্লেখ্য ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় শান্তিতে নোবেল বিজয়ী তেরেসার জীবনাবসান ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।