ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধূমপান ছাড়ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
ধূমপান ছাড়ছেন ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ধূমপান বর্জনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। গত প্রায় নয়মাস ধরে তাকে ধূমপান করতে দেখা যাচ্ছে না।

হোয়াইট হাউজের মুখপাত্র শুক্রবার একথা জানান।

হোয়াই হাউজের প্রেস সেক্রেটারি রবার্ট গেটস তার প্রতিদিনের প্রেস ব্রিফিং-এ বলেন, গত নয়মাস ধরে আমি তাকে ধূমপান করতে দেখিনি। কেউ দেখেছে এমনও শুনিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিবস বলেন, এতে তার গর্বিত হওয়ার কিছু নেই। তিনি জানেন এটা তার জন্য ভালো কোনো অভ্যাস নয়। তিনি জানেন এটা তিনি পছন্দ করেন না। তিনি চান শিশুরাও যেনো এবিষয়ে জানতে না পারে। এমনকি তার সন্তানরাও যাতে জানতে না পারে।

‘আমি মনে করি তিনি খুবই পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এর কুফলগুলো জানেন। আমি মনেকরি তিনি তা বর্জনের জন্য কাজ করে যাচ্ছেন। ’

কিভাবে ওবামা এ অভ্যাসটি ত্যাগ করছেন জানতে চাইলে গিবস বলেন, ‘তিনি খুবই জেদি। আমি মনে করি তিনি নিজ স্বার্থে এবং স্বাস্থ্যের কথা চিন্তা করেই এসিদ্ধান্ত নিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১২১৫ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।