ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিউকে ছাড়াই শুরু হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
লিউকে ছাড়াই শুরু হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান

অসলো: শান্তিতে নোবেল বিজয়ী লিউ জিয়াওবোকে ছাড়াই অসলোতে শুরু হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এসময় কারাবন্দী লিউর প্রতি শ্রদ্ধা জানাতে তার চেয়ারটি খালি রাখা হয়।



নরওয়ের রাজা রানি, বিভিন্ন দেশের ক’টনীতিক এবং সন্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে শুক্রবার নরওয়ের অসলো সিটি হলে শুরু হয় নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান।  

অনুষ্ঠানে নোবেল কমিটির প্রধান জানান, কারাবন্দী ভিন্নমতাবলম্বী নেতা লিউ জিয়াওবো অন্যায় কিছু করেন নি। চীনের সরকারের উচিত তাকে মুক্তি দেওয়া।

চেয়ারম্যান থরবিজোন জাগল্যান্ড জানান, লিউ শুধু মানুষের অধিকার নিয়ে কাজ করছেন। তাকে অবশ্যই মুক্তি দেওয়া উচিত।  

লেখক ও সাবেক অধ্যাপক ১৯৮৯ সালে টেনানমেন্ট স্কয়ারে বিক্ষোবের নেতৃত্ত্ব দিয়েছেন। ২০০৯ সালের ডিসেম্বরে তাকে ১১ বছরের সাজা দেওয়া হয়।

অসলোর সিটি হলের ডেক ফুলে ঢেকে আছে। ডেকের ওপর খালি চেয়ার এর পাশে লিউর বড় ছবি। ফুলেল ডেকের ওপর দাঁড়িয়ে জাগল্যান্ড বলেন, চীনের সরকার তাদের জনগণের বলার স্বাধীনতা দিয়েছে। রাজনৈতিক কার্যক্রম চালানোর অধিকার দিয়েছে।  

যদিও আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠি তার মুক্তির দাবি জানিয়েছে। তারপরও তাকে মুক্তি দেয় নি চীন সরকার ।

বাংলাদেশ সময়: ১৯০৮ঘণ্টা, ডিসেম্বর ১০,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।