ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগারে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে অ্যাসাঞ্জকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
কারাগারে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে অ্যাসাঞ্জকে

লন্ডন: লন্ডনের কারাগারে উইকিলিকস প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে শনিবার তাকে কারাগারের ওই অংশে সরিয়ে নেওয়া হয় বলে জানা যায়।



লন্ডনের ওয়ান্ডসওর্থ কারাগারের মূল অংশ থেকে এ অস্ট্রেলিয়কে বিচ্ছিন্ন অংশে সরিয়ে নেওয়া হয় বলে তার আইনজীবী দলের এক সদস্য জেনিফার রবিনসন শুক্রবার জানান।

বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, ‘তার নিরাপত্তার খাতিরেই সম্ভবত কারা কর্তৃপক্ষ তাকে সরিয়ে নিয়ে থাকতে পারেন। ’

সুইডেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর গ্রেপ্তার হওয়া অ্যাসাঞ্জকে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো লন্ডনের আদালতে হাজির করা হবে। দু’জন মহিলাকে ধর্ষণ ও নিগ্রহের অভিযোগ বিষয়ে আদালতে তাকে জিজেজ্ঞাসাবাদ করা হবে।

তবে তার এ গ্রেপ্তার উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে উইকিলিকস।

উল্লেখ্য হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁসের কারণে ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের রোষের মুখে পড়ে এ ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা।

রবিনসন অভিযোগ করে বলেন, ‘কারাগারে অ্যাসাঞ্জের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি বাইরে ফোন করার ক্ষেত্রেও সমস্যা তৈরি করা হয়েছে। সে তার নিজের মত আছে। ’

এদিকে কারাগারে ল্যাপটপ ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়নি তাকে। তবে তাকে এ সুযোগ দেওয়ার অনুরোধ করে তার আইনজীবীরা।

রবিনসন বলেন, ‘এ বিষয়ে আমরা আইনগতভাবে আবেদন করবো এবং তার হাতে লেখার সমস্যা আছে। তাই তার কাছে একটি ল্যাপটপ থাকলে তা আমাদেরকেই সাহায্য করবে। ’ তবে তার হাতে লিখতে কি সমস্যা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

শুক্রবার ওয়েবসাইটটির আক্রমণের নতুন লক্ষ্য ছিলো হল্যান্ডের আইনজীবীদের কার্যালয় ও পুলিশ। ১৬ বছর বয়সী উইকিলিকসের এক সমর্থককে গ্রেপ্তার করাই এর কারণ বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শুক্রবার ওয়েবসাইটে ফাঁস করা মার্কিন তারবার্তায় জানা যায় যে বৃহৎ খনি প্রতিষ্ঠান বিএইচপি বিলিটন এর প্রতিপক্ষ রিও তিনতো ও চীনের চিনালকোর সঙ্গে প্রস্তাবিত ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি না করার জন্য অস্ট্রেলিয় সরকারকে প্রভাবিত করার জোর প্রচেষ্টা চালায়।  

আরেকটি তারবার্তায় অ্যাঞ্জেলিকানদের ক্যাথলিকে রুপান্তরের পোপের সিদ্ধান্ত ভ্যাটিকানে লন্ডনের দূতকে ভীত করে তুলে বলে জানা যায়। কেননা এর কারণে ব্রিটেনে ক্যাথলিক বিরোধী সহিংসতার আশঙ্কা করা হয়।  

একইসঙ্গে ভ্যাটিকান ২০০৭ সালে ইরানে আটককৃত ১৫ জন ব্রিটিশ নৌসেনার মুক্তি নিশ্চিত করার বিষয়ে সাহায্য করে বলে ভ্যাটিকানের মার্কিন উপপ্রধান জুলিয়েটা নোয়েস গোপন এক তারবার্তায় উল্লেখ করেন।

বাংলাদেশ স্থানীয় সয়ময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।